বারাসত: রাজ্যজুড়ে চলছে দুয়ারে সরকার ক্যাম্প। মিলছে পরিষেবা। ক্যাম্পে আবেদনের ভিত্তিতে পরিষেবা প্রদানে পাঁচটি জেলা বিশেষ নজর কেড়েছে। তার মধ্যে ৮৫ শতাংশ পরিষেবা প্রদান করে রাজ্যে পঞ্চম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১ থেকে ১০ এপ্রিল উত্তর ২৪ পরগনায় ১২,০১৩টি জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প হয়। যেখানে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ উপস্থিত হন। ৩৩টি প্রকল্পে মোট আবেদনের সংখ্যা ৪ লক্ষ ২৯ হাজার। অনুমোদন মিলেছে ৩ লক্ষ ৭৫ হাজার। ইতিমধ্যেই ৩ লক্ষ ৭০ হাজারের মতো পরিষেবা প্রদান করা হয়েছে। শতকরা ৮৫ শতাংশ পরিষেবা প্রদান করা হয়ে গিয়েছে।
সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, কন্যাশ্রী— এই পাঁচটি সরকারি প্রকল্পের সুবিধা পেতে বেশি আবেদন জমা পড়েছে জেলায়। একইসঙ্গে খাদ্যসাথী, কিষাণ ক্রেডিট কার্ড, মেধাশ্রী, শিক্ষাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো পরিষেবা প্রদান শেষের পথে। প্রতিটি বুথে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছে এবার। এমনকী ভ্রাম্যমাণ দুয়ারে সরকার ক্যাম্পেও বহু আবেদন জমা পড়েছে। সর্বাধিক বেশি আবেদন পড়েছে বনগাঁ মহকুমায়।
জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমরা সমস্ত পরিষেবা প্রদান করতে পারব। রাজ্যের মধ্যে পাঁচটি জেলা পরিষেবা প্রদানে নজর কেড়েছে। তার মধ্যে উত্তর ২৪ পরগনা রয়েছে। আমরা প্রায় ৩ লক্ষ ৭০ হাজারের মতো পরিষেবা প্রদান করেছি। যা মোট আবেদনের ৮৭ শতাংশ।