সুমন মল্লিক, কলকাতা: সোমবার এক বেসরকারি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দুর্নীতির সঙ্গে আমি কখনো আপোস করি না। আমিও দীর্ঘ দিন বেকার ছিলাম। তাই বেকারদের চোখে জল দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রশ্নে সরকার পক্ষ একে অপরকে দোষারোপ করছে। তিনি বলেন, যারা দুর্নীতি করে চাকরি করছে, তাদের চাকরি চলে যাবে। তারা যেন নিশ্চিন্তে না ঘুমান। এব্যাপারে সময় বেঁধে দেওয়া হয়েছে। কারণ, রাজনীতিবিদরা খুব চালাক। এরা খুব সহজেই বেরিয়ে যাবেন। তিনি আরও বলেন, এবিষয়ে হয়তো তাকে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হতে পারে। কিন্তু আমি তাতে ভয় পাই না। প্রয়োজনে কাজ ছেড়ে দেব। তবুও দুর্নীতির সঙ্গে আপোস করব না।