দক্ষিণ ২৪ পরগনা: পথ দুর্ঘটনার হার কমাতে ব্লক ও মহকুমা পর্যায়ে নজরদারি চালানোর জন্য কমিটি গঠন করল রাজ্য। এই দুই স্তরের কমিটিতে থাকবেন আটজন করে সদস্য। নিয়মিত নজরদারি ছাড়াও প্রচার ও সচেতনামূলক কাজ চালানোর দায়িত্বও দেওয়া হয়েছে ওই কমিটিকে। শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজ্য সরকারের পথ সুরক্ষা সংক্রান্ত যে কমিটি রয়েছে, তিনি তার চেয়ারম্যান।
মহকুমা স্তরে যে কমিটি গঠন হয়েছে, তাতে মহকুমা শাসক, মহকুমা পুলিস আধিকারিক, ওসি (ট্রাফিক), অতিরিক্ত আঞ্চলিক পরিবহণ আধিকারিক ইত্যাদি পদমর্যাদার ব্যক্তিরা রয়েছেন। এই কমিটির চেয়ারম্যান হবেন মহকুমাশাসক। আর ব্লকস্তরে বিডিও’দের নেতৃত্বাধীন এই কমিটিতে বিএমওইচ, স্থানীয় কলেজের অধ্যক্ষ, থানার আই সি ইত্যাদি পদাধিকারিরা থাকবেন। দু’টি কমিটিরই কাজের ধরন প্রায় একইরকমের হবে।