নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: বিগত ৭জানুয়ারি শনিবার মুমুর্ষ রোগীকে নিয়ে যাওয়ার সময় জলপাইগুড়ি কদমতলা মোড়ে রেড ভলেনটিয়ার্সের এম্বুলেন্সের সাথে এক কম বয়সী সাইকেল আরোহীর দুর্ঘটনায় হয়। দুর্ঘটনায় সাইকেল আরোহী সামান্য যখম হন এবং তার সাইকেলটি ও ক্ষতিগ্রস্ত হয়। তৎক্ষণাৎ দুর্ঘটনাগ্রস্থ সাইকেল আরোহীর সাথে যোগাযোগ করে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হয় অ্যাম্বুলেন্স কমিটির পক্ষ থেকে। রবিবার বিকালে কদমতলা মোড়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশের সামনে রেড ভলেন্টিয়ার্স এম্বুলেন্স পরিষেবা কমিটির পক্ষ থেকে দুর্ঘটনায় আহত যুবকের বাবার হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল পেয়ে আহত যুবকের বাবা জানান, দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত চিকিৎসা পরিষেবা, ওষুধ, ডাক্তার সহ সবকিছুর ব্যবস্থা করেছে অ্যাম্বুলেন্স কমিটির সদস্যরা।এম্বুলেন্স পরিষেবা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন শম্ভু সুত্রধর, সাগর ভৌমিক, রুপ মিশ্র সহ অন্যান্য সদস্যবৃন্দ।