বীরভূম, ১০ ডিসেম্বর: বীরভূমের বক্রেশ্বরে বাণপ্রস্থ আশ্রমের গোটা রাজ্যজুড়ে খ্যাতি রয়েছে। সংশ্লিষ্ট আশ্রমের প্রতিষ্ঠাতা সন্ন্যাসী দুর্গেশ গিরি মহারাজ কিছু দিন আগে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। গোটা জীবন মানব সেবার কাজে নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। সারা জীবন মানব ধর্ম পালন করেছেন সন্ন্যাসী দুর্গেশ গিরি। সব সময় তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। এদিন আশ্রমে তাঁর স্মরণ সভার আয়োজন করা হয়।