DURGA PUJA: দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাটের রামপালে পুলিশের মতবিনিময় সভা

    194
    0

    সুব্রত ঢালী সুব্র, বাগেরহাট: সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন। সেই উপলক্ষে শনিবার বাগেরহাটে পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এখানকার রামপাল থানার আয়োজনে এদিন সকাল ১১টা নাগাদ সভাটি অনুষ্ঠিত হয়৷ থানা কনফারেন্স রুমে আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন।
    এছাড়া সভায় প্রধান অতিথি হিসেবে রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, সম্মানিত অতিথি রামপাল-মোংলা সার্কেল সিনিয়র এএসপি আসিফ ইকবাল, ওসি তদন্ত রাধেশ্যাম সরকার, ভাইস-চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়া মিলি, রামপাল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু জয়দেব কৃষ্ণ দেবনাথ, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অসিত বরন কুন্ডু, সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাঁশতলী ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, বাইনতলা ইউনিয়ন চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, হুড়কা ইউনিয়ন চেয়ারম্যান তপন গোলদার, পেড়িখালি ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান সুলতানা পারভীন ময়না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
    এসময় বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে৷ করোনা পরিস্থিতি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে পূজা মন্ডপগুলিতে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন বক্তারা৷

    Previous articleপুজোর আগেই উদ্বোধন হতে পারে টালা ব্রিজ
    Next articleবানপ্রস্থ আশ্রমে বিশ্বকর্মা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here