দুদিনের বরাক সফরে প্রদেশ কংগ্রেস সভাপতি, সদ্য প্রয়াত সাংসদের বাড়ীতে সাক্ষাৎ

    112
    0

    শিলচর: শিলচরের বর্ণময় ব্যক্তিত্ব প্রাক্তন রাজ্যসভার সাংসদ সদ্য প্রয়াত কংগ্রেসের প্রাক্তন সভাপতি কর্ণেন্দু ভট্টাচার্যের বাসভবনে গিয়ে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা । সঙ্গে ছিলেন দেবব্রত শৈইকীয়া, রকিবুল হোসেন, কমলাক্ষ দে পুরকায়স্থ্ সহ দলের অন্যান্য কর্মকর্তারা। কর্ণেন্দু ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী এবং দুইকন্যা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করলেন। এদিন ভূপেন বরা বলেন, কর্ণেন্দু ভট্টাচার্য ছিলেন দলের একজন বটবৃক্ষের মতো। যাঁর ছায়ায় সর্বস্তরের কর্মকর্তারা অনেক উপকৃত হয়েছেন। এছাড়া এদিন শিলচর ইন্দিরা ভবনে বরাক উপত্যকা সহ কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ- এই তিন জেলা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হন ভূপেন বরা। এছাড়াও সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নির্দেশে বরাকের তিনটি জেলায় জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হবে। তাঁরা আশাবাদী, বিপুল সংখ্যক কংগ্রেস কর্মীদের নিয়ে এই ভারত জোড়ো যাত্রা সফল হবে। আগামী নির্বাচনে কংগ্রেস বৃহৎ জয়লাভ করবে। এছাড়া তিনি জানান, রাজ্য সভাপতি ভুপেন বরা সহ কংগ্রেস নেতারা এই সভায় উপস্থিত ছিলেন কাছার জেলা কংগ্রেস সভাপতি তমাল কান্তি বনিক, বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সামো গুড়ির বিধায়ক রকিবুল হোসেন, নাজিরা সমষ্টির বিরোধী দলের নেতা দেবব্রত সইকিয়া, কাটিগরার বিধায়ক খলিল উদ্দিন লস্কর ও অন্যান্য কংগ্রেসি নেতা কর্মীরা।

    Previous articleউলুবেড়িয়ায় আগুনে ভস্মীভূত ৪০টি দোকান ও শতাব্দী প্রাচীন লাইব্রেরি
    Next articleধলাই সমষ্টির বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে ৩ টি নবনির্মিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবনের উদ্বোধন মন্ত্রীর

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here