Home Sports দুই ভারতীয় ব্যাটারের সেঞ্চুরিতেই ধরাশায়ী নেদারল্যান্ডস

দুই ভারতীয় ব্যাটারের সেঞ্চুরিতেই ধরাশায়ী নেদারল্যান্ডস

74
0

বেঙ্গালুরু: এক শ্রেয়সে রক্ষা নেই, দোসর লোকেশ! রবিবাসরীয় চিন্নাস্বামীতে এই দুই ভারতীয় ব্যাটারের সেঞ্চুরিতেই দুরমুশ নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৪ উইকেটে পাহাড়প্রমাণ ৪১০। জবাবে ২৫০ রানেই গুটিয়ে গেল ডাচরা। অর্থাত্, ক্রুয়েফ-গুলিটদের দেশকে ১৬০ রানে দুরমুশ করে ৯-৯ টিম ইন্ডিয়া। লিগ পর্বে অপরাজেয় থেকেই আগামী বুধবার সেমি-ফাইনালে নামবে ‘মেন ইন ব্লু’।

১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়া অপরাজেয় চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ পর্বে টানা ন’টি জয়ের পর  আসমুদ্রহিমাচলকে সেই স্বপ্নই দেখাচ্ছে অপ্রতিরোধ্য রোহিত-ব্রিগেড। তারজন্য প্রয়োজন আর মাত্র একটি সপ্তাহ ছন্দ ধরে রাখার। বাগিচা শহরে এদিন অবশ্য মধুর জয়েও হাল্কা আক্ষেপ থেকে গেল। অনুরাগীরা যে বিরাট কোহলির ৫০তম ওডিআই শতরানের সাক্ষী থাকতে মাঠমুখী হয়েছিলেন। ভেবেছিলেন প্রিয় চিন্নাস্বামীতেই কিংবদন্তি শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে যাবেন আরসিবি’র ঘরের ছেলে। কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ কিং কোহলি। অর্ধশতরানের পরই বোল্ড হলেন তিনি। তবে বোলার বিরাট সেই আক্ষেপ কিছুটা মিটিয়েছেন। ২৩তম ওভারে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট নিতেই উদ্ভাসিত চিন্নাস্বামী। গ্যালারিতে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাও যেন বিশ্বাস করতে পারছিলেন না! রোহিতও শেষদিকে হাত ঘুরিয়ে একটি উইকেট পেয়েছেন। অবশ্য বিরাটের জন্য সাজানো মঞ্চে প্রকৃত অর্থে আলো ছড়ালেন শ্রেয়স ও লোকেশ। টপ অর্ডারের গড়ে দেওয়া ভিতে রানের ইমারত খাড়া করলেন তাঁরা। ৯৪ বলে ম্যাচের সেরা শ্রেয়সের অপরাজিত ১২৮ রানের ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৫টি ছক্কায়। আর বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নজির লোকেশের (৬২ বলে)। তাও আবার ৫০তম ওভারে পরপর দু’টি ছক্কা হাঁকিয়ে। শেষ পর্যন্ত ১১টি চার ও ৪টি ছক্কা সহ ৬৪ বলে ১০২ রান করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান।

Previous articleদলে ফিরলেন ডি মারিয়া
Next articleগায়ের রং বিচার্য নয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here