কান্দি: জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জখম হলেন আটজন। রবিবার সন্ধ্যার ওই ঘটনা ভরতপুর থানার জোরগাছি গ্রামের। আহতদের প্রথমে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলেও পরে সেখান থেকে পাঁচজনকে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় দুই পক্ষই পুলিসে অভিযোগ করেছেন। ভরতপুর থানার পুলিস জানিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই সংঘর্ষ ঘটে। এর তদন্ত শুরু করা হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে।