Home District দুঃস্থদের মুখে হাসি ফোটাতে সদাইপুর থানার উদ্যোগে বস্ত্র বিতরণ

দুঃস্থদের মুখে হাসি ফোটাতে সদাইপুর থানার উদ্যোগে বস্ত্র বিতরণ

146
0

বীরভূম, ২৯ সেপ্টেম্বর: বীরভূম জেলা পুলিশের উদ্যোগে সদাইপুর থানার ব্যবস্থাপনায় আজ প্রতিবন্ধী ও দুঃস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ করা হল। পাশাপাশি সকলকে দেওয়া হয় গাছের চারা। এদিন সদাইপুর থানার অন্তর্গত চিনপাই, ভুরকুনা, পারুলিয়া, সাহাপুর সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় ৩০০ জনের হাতে নতুন বস্ত্র ও একটি করে গাছের চারা প্রদান করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরি, ডিএসপি ডিএণ্ডটি অয়ন সাধু, সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র, রত্নাকর মন্ডল, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগ্দী সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

Previous articleসোনা-রূপার দর
Next articleশিলিগুড়িতে দুর্গা পূজার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন গৌতম দেব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here