Home Health দীর্ঘক্ষণ এসিতে থাকলে কী সমস্যা হতে পারে

দীর্ঘক্ষণ এসিতে থাকলে কী সমস্যা হতে পারে

85
0

অফিসে টানা ৮ থেকে ৯ ঘণ্টা এসি’র ঠান্ডায় কাটিয়ে বাড়িতে ফিরে ফ্যানের হাওয়া যেন গায়েই লাগতে চায় না। তাই ভাবছেন বাড়িতেও চাই এই ঠান্ডা মেশিন! আসলে আমরা ক্রমশই এয়ারকন্ডিশনারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু এই অতিরিক্ত এসি নির্ভরশীলতা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

যাঁরা টানা নয় থেকে দশ ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কাটান তাঁদের শ্বাসতন্ত্রের নানা সমস্যায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। এছাড়াও বেড়ে যেতে পারে কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস-এর মতো চোখের একাধিক সমস্যা। যাঁরা চোখে লেন্স ব্যবহার করেন তাঁদেরও নানা সমস্যার মুখোমুখি হওয়ার আশঙ্কা আছে। এছাড়া আর্থ্রাইটিস, ব্লাড প্রেশার বা স্নায়বিক দুর্বলতাও বাড়তে পারে। অনেকের অ্যালার্জির সমস্যাও বেড়ে যেতে পারে মারাত্মকভাবে। দীর্ঘক্ষণ এসিতে থাকার জন্য ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে শুষ্ক হয়ে ওঠে।

গবেষণায় দেখা গেছে, যাঁরা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘ সময় থাকেন, তাঁরা মাথাব্যথা বা মানসিক অবসাদের মতো সমস্যাতেও বেশি ভোগেন।

Previous articleশ্রবণশক্তি ভালো রাখতে চকোলেট
Next articleসেলিব্রিটিরা যখন ট্রোলিংয়ের শিকার 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here