কলকাতা: দীঘার সমুদ্র উপকূলে মিলল নতুন প্রজাতির ক্ষুদ্রাকৃতির সামুদ্রিক প্রাণী। সমুদ্রে জীব বৈচিত্র্য সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে এর সন্ধান পেল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
এই প্রাণীটি খুবই ক্ষুদ্রাকৃতির, যার দৈর্ঘ্য ১২-১৪ মিলিমিটার। কালো রঙের এই প্রাণীটির শরীরে মেরুদন্ড নেই। জীব বিজ্ঞানীরা সমীক্ষা ও গবেষণা চালিয়ে এটির নামকরণ করেছেন ‘বে অফ বেঙ্গল হেড-শিল্ড সী স্ল্যাগ’।