Home National দিল্লির রেল আবাসে মহিলাকে গণধর্ষণ করল রেলকর্মীরা

দিল্লির রেল আবাসে মহিলাকে গণধর্ষণ করল রেলকর্মীরা

205
0

নয়াদিল্লি: নয়াদিল্লিতে রেল কর্মীদের আবাসনে এনে এক মহিলাকে গণধর্ষণ। ঘটনায় অভিযুক্ত চার রেলকর্মী। অভিযুক্তদের একজন মহিলার পরিচিত। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার মহিলার পরিচিত ওই ব্যক্তি পরিবারের একজনের জন্মদিনের অজুহাত দিয়ে ডাকে। যথারীতি রাত সাড়ে দশটা নাগাদ ওই মহিলা দিল্লির কীর্তিনগর মেট্রো স্টেশন থেকে দিল্লি স্টেশনে যান। সেখানে রেলের ইলেক্ট্রিক ডিপার্টমেন্টের কর্মীদের আবাসে ঘটে এই ঘটনা। আমন্ত্রণকারী রেল কর্মী ও তার এক সহকর্মী মিলে ওই মহিলাকে ধর্ষণ করে। বাকি দুইজন দরজায় পাহারাযা দাঁড়িয়ে থাকে।

Previous articleঈদের ছুটি না পেয়ে অরুণাচলে পলাতক আসামের ১৩ শ্রমিক, উদ্ধার ৭, মৃত ১
Next articleভগবানই আমাদের রাজ্যকে বাঁচাতে পারেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here