নতুন দিল্লি, ৮ সেপ্টেম্বর: আজ রাজধানী দিল্লিতে হল এক ঐতিহাসিক পরিবর্তন। ইন্ডিয়াগেটে রাজপথের নাম বদলে হল ‘কর্তব্য পথ’। আর সেই কর্তব্যপথে রাজা পঞ্চম জর্জের বদলে উন্মোচিত হল নেতাজির মূর্তি। গ্রানাইট কেটে তৈরি হয়েছে এই পূর্ণাঙ্গ মূর্তি। কর্তব্য পথের উদ্বোধন ও নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। কিন্তু, কেন এই পরিবর্তন? এবিষয়ে মোদীর কথায়, রাজপথ ছিল ব্রিটিশদের। যা পরাধীনতার প্রতীক। কর্তব্যপথে হাঁটলে ভবিষ্যতে কর্তব্যের রাস্তা দেখাবে। দেশই প্রথম এই ভাবনা মনে আসবে।
উল্লেখ্য, এদিন নেতাজির মূর্তি উন্মোচনের পর সেই অনুষ্ঠান মঞ্চে নাম না করে কংগ্রেসকে এক হাত নেন মোদী। তিনি বলেন, স্বাধীনতার পর নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। গত পাঁচ বছরে সরকারের সিদ্ধান্তে নেতাজির কর্তব্যের ছাপ রয়েছে। তিনি সরাসরি কংগ্রেসের নাম করেননি। কিন্তু, মোদির এই উক্তি কংগ্রেসকে আক্রমণ করেই বলে মনে করছে দেশের রাজনৈতিক মহল। কারণ দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন কংগ্রেসই দেশের শাসন ক্ষমতায় ছিল।
মোদী আরও বলেন, ‘নেতাজি মহামানব ছিলেন। গোটা বিশ্ব নেতা মানত নেতাজিকে। নেতৃত্বে দেওয়ার ক্ষমতা ছিল নেতাজির। আর দেশের গৌরবময় ইতিহাস ভারতীয়দের রক্তে রয়েছে। নেতাজি ভারতকে দ্রুত আধুনিক বানানোর চেষ্টায় ছিলেন। নেতাজির পথে চললে দেশ অনেক এগিয়ে যেত। দেশের পথপ্রদর্শক ছিলেন নেতাজি। ১৯৪৭ সালে আন্দামানকে স্বাধীন করেছিলেন তিনি। আমাদের সরকারের প্রচেষ্টায় নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে মিউজিয়াম বানানো হয়েছে। আর এদিন পঞ্চম জর্জের বদলে নেতাজির মূর্তি স্থাপিত হল।’
Everything is very open with a clear clarification of the issues. It was really informative. Your site is very useful. Thanks for sharing!
Thank you very much