দিল্লিতে মেয়র নির্বাচন ঘিরে উত্তেজনা, লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন ঘেরাও

    72
    0

    নয়াদিল্লি: শুক্রবার এমসিডি সিভিক সেন্টারে বেনজির হাতাহাতি। দিল্লি পুরসভার মেয়র নির্বাচনকে কেন্দ্র করে এই ছবি প্রত্যক্ষ করেছেন শহরের মানুষ। শনিবারও সেই উত্তেজনাময় আবহের রেশ জিইয়ে থাকল। শনিবার দেশের রাজধানী শহর ফের উত্তাল হয়েছে আম আদমি পার্টি এবং বিজেপির বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে । আম আদমি পার্টির নেতা-কর্মীদের অভিযোগ, দিল্লি পুরসভার মেয়র নির্বাচনে সংবিধানের হত্যা করেছেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এই অভিযোগে এদিন সিভিল লাইন্সের বাসভবন ঘেরাও করেছেন তাঁরা।

    আপ নেত্রী অতিশী বলেন, ‘উপ-রাজ্যপাল দিল্লি পুরনিগম আইনের এক্তিয়ার-বহির্ভূত কাজ করছেন। সংবিধানকে খুন করছেন। কেন দিল্লি সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই ১০ জন অ্যালডারম্যান নিয়োগ করেছেন এল-জি? প্রিসাইডিং অফিসার হিসেবে কেন আরও সিনিয়র কাউকে নিয়োগ করা হয়নি? কেন মেয়র নির্বাচনে তাঁদের ভোটাধিকার দেওয়ার চেষ্টা হয়েছে?

    এদিকে শনিবার সকালে লেফটেন্যান্ট গভর্নরের সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচির সময় উপস্থিত পুলিসকর্মীরা বিক্ষোভকারীদের পথ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা হয়।

    Previous articleমমতার ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে পুরস্কৃত করলেন রাষ্ট্রপতি
    Next articleইরানে হিজাব বিরোধী আন্দোলনের জেরে ফাঁসিতে আরও ২

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here