নয়াদিল্লি: ভর সন্ধ্যায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। শনিবার ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লির ব্যস্ত সদর বাজার এলাকার পোশাক ও খেলনার এই পাইকারি বাজারের পার্কিং লটে। এই ঘটনায় জখম হয়েছেন এক মালবাহক। বিস্ফোরণের পর ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সামনে লোকজনকে ছোটাছুটি করতেও দেখা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত ঠেলা গাড়ি ও অন্যান্য জিনিসপত্রের স্তূপে চাপা পড়া এক শ্রমিককে উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।