দিল্লিতে একটি স্বাস্থ্য দপ্তরে অগ্নিকাণ্ড

    146
    0

    নয়াদিল্লি: আজ সকালে দিল্লির শাকরপুরের একটি স্বাস্থ্য দপ্তরে অগ্নিকাণ্ড। এদিন এই বহুতলের পাঁচ তলায় আচমকা আগুন লাগে। আচমকা এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। আগুন নেভানোর পাশাপাশি শুরু হয় উদ্ধার কাজ। বহুতলটিতে কেউ আটকে রয়েছে কিনা খতিয়ে দেখা হয়। ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

    তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু নথিপত্র নষ্ট হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারণ সরকারি বিল্ডিং হওয়ায় বিভিন্ন ধরণের কাগজপত্র রাখা ছিল। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে বহুতলের ছাদে রাখা একটি জেনারেটর থেকে আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে।

    প্রসঙ্গত, গতকাল রবিবার দিল্লির মুণ্ডেকা এলাকার একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলটিতেই ২০২২ সালের মে মাসে এই ঘটনায় ২৬ জন প্রাণ হারান। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

    Previous articleআজ সোনা রুপার বাজার দর
    Next articleআসানসোলে পাথর খাদানে ৪টি রহস্য মৃত্যু

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here