২৫ মার্চ, ঝাড়গ্রাম: আজ ঝাড়গ্রামের জনসভায় ফের মমতাকে আক্রমণ করলেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, জঙ্গল মহলের জেলাগুলিতে ডেঙ্গুর উপদ্রব বেশি। এই ডেঙ্গু ম্যালেরিয়ার সঙ্গে তৃণমূলকেও তাড়াতে হবে। দিদি চলে না গেলে আপনি ম্যালেরিয়া থেকে মুক্ত হতে পারবেন না। কারণ, তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়ার বন্ধু। আমাদের ভোট দিন। আমরা ২ বছরে সব রোগ নির্মূল করে দেব। একদিকে, প্রধানমন্ত্রী মোদী উপজাতির কল্যাণে কাজ করে চলেছেন, আর অন্যদিকে দিদি তার ভাইপোর জন্য কাজ করছেন। আপনি কাকে চান? বৃহস্পতিবার মমতাকে কটাক্ষ করে একথা বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, দিদি ‘খেলা হবে’ বলে নিরীহ আদিবাসীদের ভয় দেখাচ্ছেন। তবে তিনি কি জানেন না যে, এখানে এমনকি একটি ছোট বাচ্চাও ফুটবল খেলে না। দিদির ‘খেলা হবে’ স্লোগান শুনে এখানে কেউ ভয় পায় না। আমাদের পক্ষে ভোট দিন, আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে, দিদির গুন্ডারা আপনার ক্ষতি করতে পারবে না।