Home District দার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

দার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

109
0

শিলিগুড়ি: সামনেই দার্জিলিং পুরসভার চেয়ারম্যান নির্বাচন। সেজন্য প্রবল ঠান্ডাতেও পাহাড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার নেতা অলোককান্ত মণি ঠুলুং। হামরো পার্টির শীর্ষ নেতা অজয় এডওয়ার্ডের হোয়াটসঅ্যাপ কল নিয়ে বৃহস্পতিবার পাহাড়ের রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। এদিন অলোককান্ত মণিঠুলুং ওই হোয়াটসঅ্যাপ কল শুনিয়ে সংবাদমাধ্যমে অভিযোগ করেন, আদালতেও মুখ পুড়েছে হামরো পার্টির। অভিযোগ, অজয় এডওয়ার্ড দার্জিলিং পুরসভা দখলে রাখতে অগণতান্ত্রিক কার্যকলাপ শুরু করেছেন। তিনি হোয়াটসঅ্যাপ কলে আমাদের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আমাদের থেকেই অন্য কাউকে প্রার্থী করার প্রস্তাব দিয়ে সমর্থন জানানোর আশ্বাস দিয়েছেন। তিনি ভাঙন ধরাতে চাইছেন অনীত থাপার দলে ।

Previous articleSharad Yadav passes away: প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব
Next articleপ্রাক্তন ভারতীয় ক্রিকেটার অরুণ লাল বহরমপুরের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here