দান্তেওয়াড়া: বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় ভয়াবহ নকশাল হামলার ঘটনা ঘটে। আইইডি বিস্ফোরণের ফলে ১০ জন পুলিশ কর্মী ও এক সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের সঙ্গে কথা বলেছেন। এব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।