বুয়েনস আইরেস: বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন দু’টি ম্যাচের জন্য ২৮ জনের দল ঘোষণা করল আর্জেন্তিনা। আগামী ১৬ নভেম্বর ঘরের মাঠে উরুগুয়ের মুখোমুখি হবেন লায়োনেল মেসিরা। এর পাঁচদিন বাদে অ্যাওয়ে ম্যাচে তাঁদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করলেন কোচ লায়োনেল স্কালোনি। চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পায়ের পেশির চোটের জন্য বিশ্বকাপের বাছাই পর্বের গত দু’টি ম্যাচে দলে ছিলেন না এই অভিজ্ঞ উইঙ্গার।
তবে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে তাঁর প্রত্যাবর্তন নিঃসন্দেহে আর্জেন্তিনার আপফ্রন্টের শক্তি বাড়াবে। ঘোষিত দলে জায়গা পেয়েছেন ২৬ বছর বয়সি ডিফেন্ডার মাফেও। স্প্যানিশ বংশোদ্ভূত এই তরুণ রাইট উইং ব্যাক ফুটবলার যুব স্তরে দেশের জার্সিতে নজর কেড়েছিলেন। তবে সিনিয়র দলের জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় তাঁকে। অবশেষে বিশ্বকাপের বাছাই পর্বে মাফেওকে ডাকা হল। আপফ্রন্টে মেসির পাশাপাশি জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের উপর আস্থা রেখেছেন কোচ স্কালোনি। উল্লেখ্য, চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে গ্রুপ তালিকায় শীর্ষে আর্জেন্তিনা।