Home Kolkata দত্তপুকুরে দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় সেনা জওয়ানের পরিবারকে হুমকি

দত্তপুকুরে দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় সেনা জওয়ানের পরিবারকে হুমকি

104
0

বারাসত: দাবি মতো পুজোর চাঁদা না দেওয়ায় এক সেনা জওয়ানের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দত্তপুকুরের মন্ডলগাঁথির এক তৃণমূল নেতার বিরুদ্ধে। শুধু হুমকি নয়, তাঁর বাড়ির পাঁচিল ও কাঁচের জানালা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। জওয়ানের পরিবার সূত্রে অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, দত্তপুকুরের ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা বিপ্লব বিশ্বাস বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। বাড়িতে থাকেন তার স্ত্রী পলি বিশ্বাস ও মেয়ে কৃষ্টি বিশ্বাস। স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুমিত্রা বিশ্বাসের দেওর চন্দন বিশ্বাস পুজোর সময় ঐ পরিবারের কাছে ৬০০০ টাকা চাঁদা দাবি করে। ঐ পরিবার তা দিতে অস্বীকার করলে শুরু হয় অত্যাচার।

Previous articleকয়লাকাণ্ডে এক হাজার কোটি টাকা গিয়েছে এক প্রভাবশালী নেতার পকেটে
Next articleওড়িশায় মালগাড়ি লাইনচ্যুত, বাতিল বেশ কিছু ট্রেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here