পতিরাম: দণ্ডিকাণ্ডে প্রদীপ্তা চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিস। সেই নোটিসের পরে সোমবার তিনি মিডিয়ার নজর এড়িয়ে পুলিসের কাছে হাজিরা দিলেন। বালুরঘাট থানা কিংবা পুলিস সুপারের অফিস নয়, সংবাদমাধ্যমের নজর এড়াতে সোজা সাইবার ক্রাইম থানার পুলিস ডেকে নেয় প্রদীপ্তাকে। সেখানেই দণ্ডিকাণ্ডের তদন্তকারী অফিসার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন। সেই জিজ্ঞাসাবাদের বয়ান রেকর্ড করা হয়েছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রদীপ্তা তদন্তে সহযোগিতা করলেও দণ্ডি কাটানোর ঘটনা অস্বীকার করেছেন। অন্যদিকে, পুরো বিষয়টি থেকে প্রদীপ্তাকে বাঁচাতে নাটক চলছে বলে কটাক্ষ করেছে বিজেপি ও আদিবাসী সংগঠন। এনিয়ে তারা রাজ্যপালকে নালিশ জানাবে বলে জানিয়েছে।