দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আসছে ভারতে

    132
    0

    ভোপাল: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও ১২টি চিতা। ফেব্রুয়ারিতেই মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আসছে এই চিতা। গত সপ্তাহেই এর জন্য প্রয়োজনীয় মউ স্বাক্ষরিত হয়েছে নয়াদিল্লি ও প্রিটোরিয়ার মধ্যে। বিশেষজ্ঞদের মতে, সব কিছু ঠিকঠাক থাকলে সম্ভবত ফেব্রুয়ারির মাঝামাঝিই এক ডজন চিতা (সাতটি পুরুষ, পাঁচটি মহিলা) ভারতের মাটি ছোঁবে। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা এই চিতাগুলিকে উপহার হিসেবে দিচ্ছে। কিন্তু, স্থানান্তরিত করার আগে প্রতিটি চিতাকে ধরার জন্য ভারতকে ৩ হাজার ডলার করে দিতে হবে। কুনো জাতীয় উদ্যানের অধিকর্তা উত্তম শর্মা জানিয়েছেন, ‘১২টি চিতাকে রাখার জন্য ১০টি এনক্লোজারের ব্যবস্থা করা হয়েছে।’ ভারতে পাঠানোর জন্য এই ১২টি চিতা ১৫ জুলাই থেকে কোয়ারেন্টাইনে রয়েছে। চিতাগুলির স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে গত মাসেই আশঙ্কা প্রকাশ করেছিলেন একাধিক বিশেষজ্ঞ। বিশেষত, চিতাগুলির ফিটনেস সমস্যা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

    Previous articleভারত গুরুত্বপূর্ণ সহযোগী, মন্তব্য আমেরিকার
    Next articleমোরবি সেতু দুর্ঘটনায় ওরেভা গোষ্ঠীর এমডি সহ ১০ জনের নাম চার্জশিটে

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here