ত্রিশূলে এফোঁড়–ওফোঁড় গলা,এনআরএসে অস্ত্রোপচারে বাঁচল প্রাণ

    125
    0

    কলকাতা: গলা এপার–ওপার করে ফুঁড়ে ত্রিশূল ঢুকে গিয়েছে। গলায় ত্রিশূল নিয়েই কল্যাণী থেকে সোজা এনআরএসে পৌঁছালেন ৩৩ বছরের এক যুবক। ভাস্কর রাম নামে ওই যুবক পেশায় শপিং মল কর্মী। অভিজ্ঞ চিকিৎসকের নিপুণ দক্ষতায় প্রায় দেড় ঘণ্টা ধরে জটিল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল ওই যুবকের। স্বস্তিতে পরিবার।

    জানা গিয়েছে, রবিবার রাতে কাজ থেকে নিজের বাড়িতে ফিরে আসেন। তখন দুই যুবক হঠাৎ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরের সময় ভাস্কর রামের বাড়িতেই রাখা পৈতৃক ত্রিশূল নিয়ে তাঁর উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ওই ত্রিশূল গলায় বিঁধে যায়। গলা এঁফোড় ওফোঁড় হয়ে যায় ভাস্কর রামের।

    সেই অবস্থায় প্রথমে কল্যাণীর জেএনএম হাসপাতাল। সেখান থেকে ভোর তিনটে নাগাদ আসে কলকাতা এনআরএস হাসপাতালে। খবর পেয়ে রাতেই ছুটে আসেন সিনিয়র ডাক্তাররা। বসে বোর্ড মিটিং। সিদ্ধান্ত নেওয়া হয় অস্ত্রোপচারের।
    আপাতত স্থিতিশীল আছেন ওই রোগী।

    Previous articleআজ সোনা রূপার বাজার দর
    Next articleরম্যরচনা: শিষ্টাচার

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here