খাম্মাম, ৩ নভেম্বর: মদ্যপ ছেলের উপদ্রব সহ্য করতে না পেরে খুন করাল নিজের বাবা-মা! এজন্য সুপারি কিলারের পিছনে ৮ লক্ষ টাকা খরচ করেছে অভিযুক্তরা। এই ঘটনায় অভিযুক্ত অভিযুক্ত বাবা-মা সহ পরিবারের সাতজন গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার খাম্মাম জেলার হুজুরনগর থানায়। ২৬ বছরের মৃত যুবকের নাম ক্ষত্রিয় সাইনাথ।