নয়াদিল্লি: মঙ্গলবার আয়কর হানা তেলেঙ্গানার শ্রমমন্ত্রী মাল্লা রেড্ডির বাড়িতে। তল্লাশি চালানো হয় তাঁর ছেলে মহেন্দ্র রেড্ডি ও জামাই এম রাজশেখর রেড্ডির অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানেও। এই অভিযানে ছিলেন আয়কর দফতরের প্রায় দেড়শো জন আধিকারিক। তাঁরা রেড্ডির হায়দরাবাদের বাড়ি ও অফিসে তল্লাশি চালান বলে খবরে প্রকাশ।
উল্লেখ্য, মাল্লা রেড্ডি হলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মন্ত্রিসভার দ্বিতীয় মন্ত্রী। যাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাগুলি অভিযান চালিয়েছে। রাজ্যে গ্রানাইট ব্যবসায় অনিয়মের অভিযোগে একটি মামলা দায়ের হয় সিবিআই দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে অর্থনৈতিক তছরুপের তদন্তে নামে ইডি। 9 নভেম্বর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা কথিত গ্রানাইট কেলেঙ্কারির সাথে সম্পর্কিত অর্থ পাচারের তদন্তের অংশ হিসাবে মন্ত্রী গাঙ্গুলা কমলাকারের বিরুদ্ধে অভিযান চালায়।
তবে রাজ্যের শাসক দল টিআরএস অনুগামীরা দাবি করেছেন যে, কেন্দ্রীয় সংস্থাগুলি ভারতীয় জনতা পার্টির নির্দেশে অভিযান চালিয়েছে। তেলেঙ্গানায় কুৎসিত রাজনীতিতে জড়িয়ে পড়েছে টিআরএস ও বিজেপি।
সম্প্রতি, হায়দরাবাদে বিজেপি সাংসদ ধর্মপুরী অরবিন্দের বাড়ি টিআরএস কর্মীরা ভাঙচুর করেছিল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মেয়ে কে কবিতার বিরুদ্ধে তাঁর কথিত অবমাননাকর মন্তব্যের জন্য এই আক্রমণ করা হয় বলে অভিযোগ। সেদিন শাসক দলের কর্মীরা এমপি-র বাড়ির বাইরে জড়ো হয়েছিল। জানা গিয়েছে, রাজ্যের শাসক দলের নেতা কবিতা একজন এমএলসি সদস্য। সেই ভিডিওতে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা হয় বলে অভিযোগ। রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে ওই ভিডিও শোনার পরে আক্রমণ করে জাফরান পার্টির সদস্যরা।