নয়াদিল্লি: উড়ানের আগেই বিমানের আপৎকালীন দরজা খুলে দিয়েছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। এর জেরে সহযাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। এমনটাই অভিযোগ কংগ্রেসের। বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগো, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বা বিমানবন্দর কর্তৃপক্ষ দরজা খোলার বিষয়টি স্বীকার করেছে। কিন্তু, যাত্রীর নাম নিয়ে নিয়ে কোনও উচ্চবাচ্য করেনি।