নয়াদিল্লি: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ায় উদ্ধারকারী দল থেকে ত্রাণ, চিকিৎসক, ওষুধ— সব ধরনের সাহায্য পৌঁছে দিচ্ছে ভারত। দেশের দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তুরস্ক। উল্লেখ্য, ভয়াবহ বিপর্যয়ের খবর আসার পরই ‘প্রকৃত বন্ধু’র মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নয়াদিল্লি। শুরু করেছে ‘অপারেশন দোস্ত’। বুধবার টুইট করে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
বিদেশমন্ত্রী এদিন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির নিরিখে প্রতিদিনই নানা ভালোমন্দের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে। কিন্তু সমস্ত দেশের সঙ্গেই ভারতের একটা সুসম্পর্ক রয়েছে। ‘বসুদৈব কুটুম্বকম’ নীতিতে বিশ্বাসী আমরা। ফলে মানবতাই আমাদের কাছে পরম ধর্ম। সেকারণেই খবর পাওয়া মাত্র আমরা ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের দিকে যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।
বুধবার আদানার মাটি ছুঁয়েছে ভারতীয় বায়ুসেনার চতুর্থ গ্লোবমাস্টার বিমান সি-১৭। ওই বিমানে তুরস্কে পৌঁছেছেন ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমের ৫৪ জন সদস্য।