মুম্বই: অভিনেত্রী তুনিশা শর্মা মৃত্যুতে এবার চাঞ্চল্যকর অভিযোগ। অভিযুক্ত অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ‘লাভ জেহাদে’র অভিযোগ তুললেন তুনিশার কাকা পবন শর্মা। বুধবার তিনি জানিয়েছেন, ‘শীজানের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। পুলিসের সেদিকটিও খতিয়ে দেখা উচিত। ওঁর সঙ্গে আলাপ হওয়ার পর থেকে তুনিশা সম্পূর্ণ বদলে যায়। হিজাব পরতেও শুরু করে।’ এই ইস্যুতে সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। দেশের মহিলাদের রক্ষা করতে কেন্দ্রীয় সরকারকে কড়া আইন তৈরির আর্জি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রধানমন্ত্রীকে কঙ্গনার আর্জি, ‘বহুগামিতা ও অ্যাসিড হামলার বিরুদ্ধে কঠোর শাস্তি চালু হোক।’ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেন তিনি। তাতে ভালোবাসা বা প্রেমের নাম করে মহিলাদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। সেইসঙ্গে তিনি লেখেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি… যেমন কৃষ্ণ দ্রৌপদীর জন্য সোচ্চার হয়েছিলেন, যেমন রাম সীতার পক্ষ নিয়েছিলেন, আমরা চাই, আপনি বহুগামিতা ও অ্যাসিড হামলার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করুন। অপরাধীদের বিচারের সুযোগ না দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। দোষীদের টুকরো টুকরো করে ফেলা হোক।’