দুবরাজপুর: গত আট দিন নিজের জেলার মাটিতেই পুলিশ হেপাজতে ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তথা গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত অনুব্রত মন্ডল।
শিবঠাকুর মন্ডলের করা মামলার পরিপ্রেক্ষিতে দুবরাজপুর আদালত তাঁকে ৭ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। মঙ্গলবার আবারও আদালতে তোলা হলে বিচারক তাঁকে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন। তবে ১ জানুয়ারি তাঁকে আবার আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। আপাতত তাঁকে আবার আসানসোল জেলেই ফিরিয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, দিল্লির রাউস এভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। সেই নির্দেশ মতোই ইডি তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাঁর পুলিশ হেপাজত হলে ব্যাহত হয় ইডির তদন্ত প্রক্রিয়া। কিন্তু রাউস এভিনিউ কোর্টের নির্দেশের পরেই তাঁর দিল্লি যাওয়া আটকাতে দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয় রাজ্য সরকার। সেখানে কপিল সিব্বালের সওয়ালের পর অনুব্রতর দিল্লি যাওয়ার উপর স্থগিতাদেশ দেয় দিল্লি হাইকোর্ট।
এদিকে শিবঠাকুর মামলায় জামিনের পর অনুব্রতর দিল্লি যাত্রায় আইনি জটিলতা শিথিল হল বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে কি শেষ পর্যন্ত অনুব্রতর ঠাঁই হবে তিহার জেলে? নাকি শেষ রক্ষা হবে তাঁর?