কলকাতা: বারবার বয়ান বদল। তান্ত্রিকের নাম-ঠিকানা পর্যন্ত ঠিক করে বলতে পারছে না ধৃত মূল অভিযুক্ত অলোক কুমার। এমনকী যার কথা বলা হচ্ছে, তার অস্তিত্বই আছে কি না সন্দেহ! তাহলে কি শুধু তদন্তকারীদের নজর ঘোরাতেই এই তান্ত্রিক-তত্ত্বের অবতারণা? তিলজলায় শিশুকন্যাকে খুন ও যৌন নিগ্রহের ঘটনার তদন্তে নেমে ক্রমশ এমন ধারণা বদ্ধমূল হচ্ছে পুলিসের। সূত্রের খবর, তন্ত্রসাধনার তত্ত্বের সমর্থনে কোনও তথ্য দিতে পারেনি অভিযুক্ত। ফলে তদন্তকারীরা বেশ বুঝতে পারছেন, ধর্ষণই ছিল তার আসল উদ্দেশ্য। তা ঢাকতেই তান্ত্রিকের প্রসঙ্গ টানা হচ্ছে। অলোকের কোনও অপরাধের রেকর্ড আছে কি না, খতিয়ে দেখছে পুলিস। মঙ্গলবার এই ইস্যুতে রাজ্য পুলিসের ডিজিকে নোটিস পাঠায় জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।