তিনদিনের মেঘালয় সফরে পিসি ভাইপো

    135
    0

    কলকাতা, ১১ ডিসেম্বর: তিন দিনের সফরে মেঘালয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে যাবেন ভাইপো অভিষেক ব্যানার্জি। প্রসঙ্গত বছর ঘুরলেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। কিছুদিন আগেই অভিষেক মেঘালয়ে গিয়েছিলেন সংগঠন মজবুত করতে। এবার সেই মেঘালয়কে পাখির চোখ করতে চাইছে তৃণমূল। আগামীকাল মুখ্যমন্ত্রী পা রাখতে চলেছে মেঘালয়ে। সেখানে তিনি কর্মীসভা করে সেখানকার দলের কর্মীদের মনোবল বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর মেঘালয় সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    Previous articleবিশ্ব ইতিহাসে ১১ ডিসেম্বর
    Next articleউত্তরের গর্ব উত্তরবঙ্গের বইমেলার আজ শেষ দিন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here