নতুন দিল্লি, ১৪ নভেম্বর: আগামী বছর ১৭তম জি-২০ সম্মেলন হবে নয়াদিল্লিতে। এবছর ১৭তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ার বালিতে। সেজন্য তিনদিনের সফরে আজ ইন্দোনেশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনদিনব্যাপী রয়েছে এই আন্তর্জাতিক সম্মেলন। সেই সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে ভারত। সভাপতি দেশ হিসেবে সম্মেলনে যোগ দিতেই এই সফর মোদির।