রামপুরহাট: ‘ইডি সিবিআইকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলগুলিকে ধ্বংস করতে চাইছে বিজেপি। একদলীয় শাসন কায়েম করার চেষ্টা হচ্ছে। এটা দেশের মানুষ মেনে নেবে না।’ বৃহস্পতিবার বীরভূমে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিতে এসে তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, দুর্নীতি ধরতে হলে সব জায়গায় ধরতে হবে। অসমের মুখ্যমন্ত্রী সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে স্ক্যাম হয়েছে। সেখানে তো ইডি, সিবিআই যাচ্ছে না। এদিন মন্দিরে তাঁকে অভ্যর্থনা জানান প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।