তারকেশ্বর: বৃহস্পতিবার প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকল তারকেশ্বর-আরামবাগ লাইনে। তারকেশ্বর থেকে আরামবাগ যাওয়ার পথে তোকিপুর-মায়াপুর স্টেশনের মাঝে লাইনের ওভারহেড তারে এদিন গোলযোগ দেখা দেয়। তোকিপুর স্টেশনের কাছে ওভারহেড তার লাগানোর যন্ত্রাংশের একাংশ ঝুলে পড়ে। ফলে সকাল ৭টা ২০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মেরামতির পর তা স্বাভাবিক হয়। হঠাৎ এভাবে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।