চেন্নাই, ৩ ডিসেম্বর: এবার তামিলনাড়ুর মন্দিরে প্রবেশ করতে গেলে হাতে রাখা যাবে না কোনও মোবাইল। গতকাল, শুক্রবার মাদ্রাজ হাইকোর্ট এমনই নিষেধাজ্ঞা জারি করল। এখন প্রত্যেকে কোনও ধর্মীয় স্থান ঘুরতে গেলে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। কিন্ত সেসব দিন এবার শেষ। তামিলনাড়ুর সমস্ত ধর্মীয় স্থান, মন্দিরে প্রবেশ করতে গেলেই মন্দিরের বাইরে মোবাইল জমা রাখতে হবে। দর্শনার্থীদের মোবাইল নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে মন্দির কর্তৃপক্ষ। মন্দির প্রাঙ্গণের পবিত্রতা এবং শান্তি বজায় রাখার জন্যই এই নির্দেশ। মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করলেই তা বাজেয়াপ্ত করা হবে।