বিশেষ সংবাদদাতা, আগ্রা: তাজমহলে চালু হল কড়া বিধিনিষেধ। একসঙ্গে ৬৫০ জনের বেশি প্রবেশ নিষিদ্ধ হল। নির্দিষ্ট সময় অন্তর এই সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি পাবেন। করোনা পরিস্থিতিতে পর্যটকদের ভিড় নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে আগ্রার জেলা প্রশাসন। জানা গিয়েছে, সাধারণ দর্শকরা একটি ফোন নাম্বার দিয়ে পাঁচটি টিকিট বুক করতে পারবেন। আজ একথা জানিয়েছেন, আগ্রার জেলাশাসক প্রভু এন সিং। উল্লেখ্য, আগামীকাল বুধবার থেকে ফের দর্শকদের জন্য খুলছে তাজমহল। আগ্রা সার্কেলের প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার জানিয়েছেন, কেবলমাত্র অনলাইন টিকিট বুকিং এর মাধ্যমেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে সান মাক্স পরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।