শিলচর: আমড়াঘাট বাজারে তরুণ ব্যবসায়ী অপু পালের উদ্ধারের দাবিতে রবিবার আমড়াঘাট বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার সহ রাস্তা বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। এদিন সকাল ১০ টা থেকে স্থানীয় যুবক সহ ব্যবসায়ীরা বাজার পয়েন্টে মিলিত হয়ে জোরদার অবরোধ গড়ে তোলেন। তাঁদের একটাই দাবি, অপু পাল ওরফে অর্পূ পালকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে হবে। এদিনের ধর্ণা কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অমলেন্দু দাশ, পিংকু পাল। এখানে উল্লেখ্য, গত মঙ্গলবার শিলচর ফাটক বাজারে দোকানের সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ হন আমড়াঘাট বাজারের তরুণ ব্যবসায়ী অপু পাল। নিখোঁজ হওয়ার পর ছয়দিন অতিক্রান্ত হলেও এখনও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। আর এতে ভাবিয়ে তুলেছে আমড়াঘাট বাজারের ব্যবসায়ী সহ এলাকার মানুষকে। অনেকেই বিষয়টিকে অপহরণের ঘটনা বলে সন্দেহ প্রকাশ করছেন।
Home Uncategorized তরুণ ব্যবসায়ী অপু পালের উদ্ধারের দাবিতে আমড়াঘাট বাজার বন্ধ রেখে প্রতিবাদ এলাকার...