চুঁচুড়া: গোষ্ঠীদ্বন্দ্বের জের। সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন হুগলি জেলার তৃণমূল ছাত্র পরিষদের সদ্য প্রাক্তন সভাপতি সম্বুদ্ধ দত্ত। বৃহস্পতিবার সকালে চন্দননগর থানার পুলিস সম্বুদ্ধ সহ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃত অন্য দু’জন চন্দননগর কলেজেরই ছাত্র। তাদের নাম অলিভ সামন্ত ও অর্ণব ঘোষ। গোটা ঘটনায় দলের অন্দরে আলোড়ন পড়েছে। বিশেষ করে ধৃত সম্বুদ্ধ চন্দননগরে দলের ক্ষমতাসীন শিবিরের বিরোধী হওয়ায় গ্রেপ্তারির ঘটনা অন্য মাত্রা পাচ্ছে। তবে এনিয়ে সরাসরি মন্তব্য করা এড়িয়ে গিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব থেকে জেলা নেতৃত্ব। দলের একাংশের দাবি, প্রত্যেক বিধায়ক নিজের এলাকার শেষ কথা। এটাই দলের অলিখিত নিয়ম। ফলে, দলের অন্দরে চর্চা হতে পারে, তার কোনও পরিণতি হবে না।