কলকাতা: রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ডিএ-এর দাবি জানিয়ে আন্দোলনে নামতেই জুটল ঘুষি। বুধবার এমই ঘটনার সাক্ষী থাকল শহর কলকাতা। এই বিক্ষোভকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি।
এই বিক্ষোভ ধর্মতলা থেকে শুরু হলেও বিধানসভা ভবনে গিয়ে তুলকালাম শুরু হয়ে যায়। পুলিস ব্যারিকেড দিলেও তা মানায় নি। বিক্ষোভকারীদের একাংশ বিধানসভা ভবনের সামনে চলে আসে। সেসময় পুলিশ ও আন্দোলনকারী সরকারি কর্মীদের সঙ্গে সংঘাত শুরু হয়ে যায়। পুলিস বিক্ষোভকারীদের ঘুষি মারতে শুরু করে। তাতে মহিলা সহ বেশ কয়েকজন আন্দোলনকারী জখম হন। এই ঘটনায় মোট ২০ জন জখম হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।
এদিকে পুলিশ পাল্টা দাবি করে, বরং তাঁদের উপর আন্দোলনকারীরা আক্রমণ করেছে। পুলিশ ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগে ৪৬ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে।