ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, জখম চালক

    205
    0

    ওদলাবাড়ি, ৩১ অক্টোবর ওদলাবাড়ি থেকে ক্রান্তি মোড় গামী জাতীয় সড়ক ধরে ময়নাগুড়ি থেকে একটি ডাম্পার ওদলাবাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় ধনতলা বাজার সংলগ্ন পলাশ মোড়েই দুর্ঘটনাটি ঘটে, জানা গেছে ওই সময় ওদলাবাড়ি থেকে অন্য একটি ডাম্পার দ্রুত গতিতে আশায় ডাম্পারটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায় ডাম্পারগুলির সামনের অংশ ঘটনায় গাড়ির ভিতরেই আটকে পড়েন গাড়ির চালক। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও ময়নাগুড়ি থেকে দমকল কর্মীরা। গ্যাসকাটার দিয়ে ডাম্পারটির কিছুটা অংশ কেটে বের করা হয় চালককে।

    ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ভেতরে আটকে থাকা ডাম্পার চালক গুরুতরভাবে জখম হন। তাকে উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। দুর্ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়।

    Previous articleসোমালিয়ায় জোড়া গাড়ি বিস্ফোরণে মৃত ১০০, আহত ৩০০
    Next articleমহিলা ভোট অটুট রাখতে রাজ্যে শুরু হচ্ছে জেন্ডার বাজেটিং ব্যবস্থা

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here