Home Kolkata ঠিকাদারের সঙ্গে প্রতারণার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে

ঠিকাদারের সঙ্গে প্রতারণার অভিযোগ কুন্তলের বিরুদ্ধে

121
0

তারকেশ্বর: নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন হুগলির তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এহেন নেতার  আরও এক কীর্তি এবার প্রকাশ্যে এল। তারকেশ্বর ভঙ্গিপুরের এক ঠিকাদারের সাথে আর্থিক চুক্তিভঙ্গের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। তবে ২০১৬ সালে কুন্তল ঘোষের একটি কলেজ পুনর্নির্মাণ সংক্রান্ত জালিয়াতির যে অভিযোগ সামনে আনা হয়েছে, তা এতদিন পরে কেন, প্রশ্ন উঠেছে তা নিয়েও।  
পুনর্নির্মাণের ৮৫ শতাংশ কাজ শেষ হয়। অভিযোগ, মাত্র ১ লক্ষ ৬৫ হাজার টাকা শাজাহানকে দিয়েছিলেন কুন্তল ঘোষ। বকেয়া টাকা না দেওয়ায় কাজ বন্ধ করে দেন শাজাহান। বাড়ির মহিলাদের সমস্ত গয়না বিক্রি করার টাকা নির্মাণকার্যে ব্যবহার করেছিলেন শাজাহান। তাঁর স্ত্রী মমতাজ বেগম জানান, ছোট ছোট কাজ করে ভালোই দিন কাটছিল। বড় কাজ ধরে সংসার অচল হয়ে পড়েছে। বাড়ির প্রায় দশ ভরি গয়না বিক্রি হয়ে গেছে। বিক্রি করতে বাধ্য হয়েছি পাওনাদারদের চাপে। এখনও বহু টাকা পাবে মানুষ। কীভাবে দেব জানি না। কুন্তল ঘোষ জেলে যাওয়ায় টাকা পাওয়াটা অনিশ্চিত হয়ে পড়ল জেনে ভেঙে পড়েছেন শাজাহান ও তাঁর পরিবার। 
ঠিকাদার শাজাহান খানের অভিযোগ, পারাম্বুয়া সাহাবাজার পঞ্চায়েতের  অন্তর্গত মধুপুরে একটি কলেজের পুনর্নির্মাণের বরাত দেন কুন্তল ঘোষ। কাজের জন্য ৩৫ লক্ষ টাকা চুক্তি হয়। স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে কাজ ও টাকা দেওয়ার বিষয়ে দু’জনে চুক্তিবদ্ধও হন। সেই চুক্তি অনুযায়ী ৮৫ শতাংশ কাজ হওয়ার পরও প্রাপ্য টাকা মেলেনি বলে অভিযোগ শাজাহানের। তাঁর কথায়, টাকা চাইলেই মিলছিল হুমকি। আর সেই কারণেই এতদিন তিনি অভিযোগ জানাতে পারেননি বলে দাবি ওই ঠিকাদারের। হুগলির ধনেখালির ভাণ্ডারহাটির পর কুন্তল ঘোষের আরও একটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের হদিস মেলে হুগলির ধনেখালির মধুপুর এলাকায়। ২০১৬ সালের আগে এই কেন্দ্রে প্রশিক্ষণ নিতেন বহু ছাত্র-ছাত্রী। পুনর্নির্মাণের জন্য প্রশিক্ষণ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। শাজাহানের দাবি, ২০১৬ জানুয়ারি মাসে প্রশিক্ষণ কেন্দ্রটির পুনর্নির্মাণ সম্পূর্ণ করার জন্য কুন্তল ঘোষের সাথে তাঁর চুক্তি হয় ৩৫ লক্ষ টাকায়।  ছয় দফায় সমস্ত টাকা পরিশোধ করবেন কুন্তল ঘোষ, তা চুক্তিতে লেখা হয়েছিল। 

Previous articleজিটিএ চুক্তি ভাঙল গোর্খা জনমুক্তি মোর্চা
Next articleআইপিএস-এর ঘাটতি, পুলিস অ্যাকাডেমিতে ২৮৬ জনের প্রশিক্ষণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here