Home District ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ

ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ

124
0

কলকাতা: উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় কাঁপছে গোটা উত্তরবঙ্গ। তার কিছুটা ছোঁয়া পেয়েছে বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার কিছু অংশ। তাই ওইসব জায়গায় তাপমাত্রা অনেকটা কমছে। কিন্তু দক্ষিণবঙ্গের একটা বড় অংশে থমকে রয়েছে উত্তুরে হাওয়া। উপকূল সংলগ্ন ও লাগোয়া এলাকাগুলি যার মধ্যে পড়ছে। ফলে তাপমাত্রার খুব বেশি পতন এইসব এলাকায় হচ্ছে না। উত্তুরে হাওয়া ঢুকলেও তা খুব একটা সক্রিয় নয় পশ্চিমাঞ্চলে। তাই সেখানে উত্তরবঙ্গের সমতল এলাকার তুলনায় শীতের তীব্রতা কম। মঙ্গলবার মালদহের রতুয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.১ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় এদিন প্রায় ১ ডিগ্রি কমে ১৫.৭ ডিগ্রি হয়েছে। এটা অবশ্য এই সময়ের এখানকার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ২ ডিগ্রি বেশি। 
আজ, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমতে পারে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে আজ। কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। সোমবার আংশিক মেঘলার জন্য কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৩.৩ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের উপর একটি উচ্চচাপ বলয় বা বিপরীত ঘূর্ণাবর্ত কয়েকদিন আগেই তৈরি হয়েছে। এটি এখন উপকূলের কাছে চলে এসেছে। এটি উত্তুরে হাওয়াকে বাধা দিচ্ছে। দক্ষিণবঙ্গের উপকূল এলাকায় এখন উত্তর-পূর্ব দিক থেকে হাওয়া আসছে। এটা তুলনামূলকভাবে কম ঠান্ডা। 

Previous articleবারবিশায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের গণ ডেপুটেশন
Next articleঅসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here