কলকাতা, ১৫ জুন: পটল কুমার গানওয়ালাকে মনে পড়ে? টেলি পর্দায় একসময় বেশ জনপ্ৰিয় হয়েছিল এই ধারাবাহিক। ২০১৫-র ডিসেম্বর থেকে শুরু করে যা চলেছিল ২০১৭-র সেপ্টেম্বর পর্যন্ত বেশ জনপ্রিয় হয়েছিল পটল চরিত্রটি। কিন্তু সেই ছোট্ট পটল কুমার আর ছোট নেই। বাস্তবে পটল কুমার অর্থাৎ অভিনেত্রী হিয়া দে-র বয়স ১৫। অর্থাৎ তাঁকে কিশোরী বলা চলে।
সোশ্যাল মিডিয়ায় দিয়া যে এই প্রথম ট্রোলিংয়ের মুখে পড়েছেন তা নয়। কিছুদিন আগে হবু বরের উদ্দেশ্যে কবিতা লিখে, সেটা সোশ্যাল মিডিয়ায় পাঠ করে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন দিয়া। আবার কখনও ফটোশ্যুটের জন্য শাঁখা-পলা সিঁদুর পরেও ট্রোল হয়েছেন, লোকজন কটাক্ষ করে লিখেছেন, পাকা পটল, কখনও আবার বছর ১৫-র দিয়াকে ওয়াইন হাতে দেখে বেজায় চটেছেন নেটজনতা।
আজকাল প্রায়দিনই ইনস্টাগ্রাম রিলস ভিডিও পোস্ট করতে দেখা যায় পটল ওরফে দিয়াকে। তবে আবার রিলস ভিডিওর কারণেই বহুবার চরম কটাক্ষের শিকার হতে হয় বছর ১৫-র দিয়াকে। সম্প্রতি হট প্যান্ট, টিশার্ট আর সানগ্লাস পরে, খোলা চুলে একটি ভিডিও পোস্ট করেছেন দিয়া। আর তাতেই নেটপাড়ার কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কেউ লিখেছেন, আমার সেই আগের পটল কুমার টাকেই চাই। কেউ আবার, পটল কুমার গাঁঞ্জা ওয়ালা বলে কটাক্ষ করেছেন। কারোর মন্তব্য, আরে বিকিনিতে কবে দেখব! কারোর কথায়, কি কষ্ট রে মেয়েটার! মেয়েটার জিন্স টা পুরো ছিঁড়ে দিয়েছে কেউ। কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, পাকা মেয়ে…।