কলকাতা, ১ নভেম্বর : এলন মাস্ক টুইটার অধিগ্রহনের পর নতুন ঘোষণা। ভেরিফায়েড অ্যাকাউন্টের ব্লু টিক পেতে মাসে লাগবে ৮ ডলার। সেই সঙ্গে আনা হয়েছে, বেশ কিছু নতুন সুবিধা। বড় ভিডিও ও অডিও পোস্ট করতে পারবেন ইউজাররা। রিপ্লাই, সার্চ এবং মেনশনের ক্ষেত্রে পাবেন বিশেষ সুবিধা। পাশাপাশি, কেবলমাত্র সাব্স্ক্রাইবাররা ব্লু টিকের সুবিধা পাবেন।