কলকাতা: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বেশি টাইপ ১ ডায়াবেটিস আক্রান্ত শিশু ও কিশোর-কিশোরীর বাস ভারতে। সম্পূর্ণ ইনসুলিন নির্ভর এই রোগ নিয়ে যথেষ্ট সচেতনতার অভাব রয়েছে। সময়ে ইনসুলিন না নিলে ও সাযুজ্য রেখে খাওয়াদাওয়া না করলে এদের ভয়ঙ্কর সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে দেশের সমস্ত স্কুলবোর্ডকে আক্রান্ত বাচ্চাদের পরীক্ষাকেন্দ্রে সুগারের ওষুধ, গ্লুকোমিটার ইত্যাদি জরুরি জিনিস সঙ্গে নেওয়ার অনুমতি দিতে বলা হল। জাতীয় শিশু সুরক্ষা কমিশন ২৩ মার্চ এই নির্দেশ জারি করেছে। সিবিএসই, এনটিএ’র মতো বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা তো বটেই, সমস্ত রাজ্যের স্কুলবোর্ডকেও নির্দেশ পালন করতে বলেছে কমিশন।
কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো নির্দেশনামায় জানান, টাইপ ১ সুগারে আক্রান্ত বাচ্চাদের অনেক সময় সকাল ও দুপুরের পরও হাল্কা খাদ্য গ্রহণ করতে হয়। তা করতে দিতে হবে। এছাড়া সুগারের ওষুধ, ফল, হাল্কা খাবার, পানীয় জল ইত্যাদি সঙ্গে নেওয়ার অনুমতি দিতে হবে। সেই সঙ্গে গ্লুকোমিটার, গ্লুকোজ স্ট্রিপ রাখতে দিতে হবে। সিজিএম, ইনুসলিন পাম্প ইত্যাদি যন্ত্র শরীরে লাগানো থাকলে, তা রাখার অনুমতি দিতে হবে। স্মার্ট ফোনে সুগার মাপার ব্যবস্থা থাকলে, সেটি পরীক্ষাকেন্দ্রে শিক্ষকের কাছে থাকবে। প্রয়োজনে মাপার ব্যবস্থা করতে হবে।