বসিরহাট, ১৪ নভেম্বর: সোমবার টাকি রোডে পথদুর্ঘটনায় মৃত্যু হল তিন শ্রমিকের। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও পাঁচজন শ্রমিক। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁদেরকে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনের চিকিৎসা চলছে বসিরহাট হাসপাতালে। জানা গিয়েছে, শীতের ভোরে এদিন রাস্তায় কুয়াশা থাকায় এই ঘটনা ঘটেছে। কুয়াশাচ্ছন্ন রাস্তা ঠিক মতো দেখতে না পাওয়ায় প্রাণ গেল ওই শ্রমিকদের।