Home Kolkata ঝিলপাড়ে নিকাশির কাজ শুরু

ঝিলপাড়ে নিকাশির কাজ শুরু

126
0

কলকাতা: পাটুলি ঝিলের পাড় এবং সংলগ্ন অঞ্চলে জমা জলের সমস্যা দীর্ঘদিনের। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ নির্মিত পুরনো নিকাশি নালা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা পর্যাপ্ত নয়। নিকাশি নালা বেশি জল ধরে রাখতে পারছে না। ফলে একটু বেশি বৃষ্টি হলেই ভাসছে পাটুলি ঝিলপাড়, সংলগ্ন একাধিক ব্লক থেকে শুরু করে স্থানীয় ঘোষপাড়া। সেই সমস্যা সমাধানে এবার নতুন, বড় আকারের ভূগর্ভস্থ নিকাশি পাইপলাইন পাতার কাজ শুরু হয়েছে। আগামী মাস দেড়েকের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে।

Previous articleতেজস্বী বিমানের আপৎকালীন দরজা খুলে দেন
Next articleহরিদেবপুর: অ্যাসিড এল কোথা থেকে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here