জ্ঞানব্যাপীর শিবলিঙ্গের বয়স নির্ধারণে উদ্যোগী হল এলাহাবাদ হাইকোর্ট

    186
    0

    এলাহাবাদ, ৭ নভেম্বর: জ্ঞানব্যাপী নিয়ে এবার ঘুরে দাঁড়াল এলাহাবাদ হাইকোর্ট। মসজিদের পুকুরে উদ্ধার হওয়া ‘শিবলিঙ্গে’র বয়স নির্ধারণে উদ্যোগ নিল  এলাহাবাদ হাইকোর্ট। কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করে ‘শিবলিঙ্গে’র সঠিক বয়স নির্ধারণ করতে হয়েছে। এব্যাপারে পুরাতত্ত্ব বিশেষজ্ঞদের মতামত জানতে চাইল আদালত।  এবিষয়ে এএসআই-এর ডিজিকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে এবিষয়ে মতামত জানানোর কথা বলা হয়েছে। এবং সেটা লিখিতভাবে।
    যদিও এর আগে হিন্দু পক্ষের এই আবেদন খারিজ করে দিয়েছিল বারাণসীর জেলা আদালত। শুধু তাই নয়, জ্ঞানবাপী মন্দিরের খননকার্য  চালানোর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছে আদালত।প্রাচীন কাঠামোর কোনও ক্ষতি না করে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মাধ্যমে জ্ঞানবাপীর খননকার্য বিষয়ে পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা এএসআই প্রধানের কাছে মতামত জানতে চেয়েছে আদালত।

    Previous articleএবার হাড়োয়ার এক আল কায়েদা জঙ্গি ধরা পড়ল কাশ্মীরে
    Next articleশেয়ার ব্যবসায়ীদের সতর্ক করল এনএসই

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here